|
---|
নিজস্ব সংবাদদাতা : আগামী ২৬ শে ডিসেম্বর থেকে মধ্যপ্রদেশের জব্বলপুরে অনুষ্ঠিত হতে চলেছে সিনিয়র ন্যাশনাল খো খো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলা মহিলা দলের আবাসিক প্রশিক্ষণ শিবির গত ১৪ ই ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হচ্ছে মেদিনীপুর শহরের জজকোর্ট সংলগ্ন টিভি টাওয়ার মাঠে। শিবির চলবে আগামী ২৪ শে ডিসেম্বর পর্যন্ত। এই আবাসিক শিবির পরিচালনা করছেন পশ্চিমবঙ্গ খো খো সংস্থা।ব্যবস্থাপনায় রয়েছেন সুডেন্টস এডুকেশনাল একাডেমী এবং এই কাজে সহযোগিতা করছেন পশ্চিম মেদিনীপুর জেলা খো খো সংস্থা ও আকড়ষানগর যুব কমিটি। শুক্রবার এই ক্যাম্পে রাজ্যের বিভিন্ন প্রান্তের নির্বাচিত মহিলা খো খো প্লেয়ারদের উৎসাহিত উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কর্মকর্তারা ও অন্যান্য বিশিষ্ট জনেরা। ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক কল্যাণ চ্যার্টাজী, চেয়ারম্যান বলরাম হালদার, অর্গানাইজিং সম্পাদক বিজন কুমার দাস,রেফেরিজ বোর্ডের কনভেনর দিব্যেন্দু দাস,জেলা সম্পাদক প্রভ্রাশু রায়, সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।।শিবিরটিতে প্রশিক্ষণ দিচ্ছেন জাতীয় কোচ সমীর সাহা এবং শিবিরটি পরিচালনা করার সম্পূর্ণ দায়িত্বে রয়েছেন অল ইন্ডিয়া রেফারি অর্ণব বেরা। সংগঠকরা আশাবাদী বাংলা দল ভালো ফল করবে।