বাবরি মসজিদের রায়দান নিয়ে বিভিন্ন নেতাদের বক্তব্য

নতুন গতি ওয়েব ডেস্ক:সিবিআই আদালতে এই মামলার রায়দানের পর স্বভাবিকভাবেই বিজেপির পক্ষ থেকে রায়কে স্বাগত জানানো হয়েছে। বিরোধীরা সরব হয়েছেন রায়ের বিরোধিতায়। এই রায়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী নেতারা।

     

    *প্রদীপ ভট্টাচার্য, কংগ্রেস নেতার বক্তব্য*   কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, এই রায় প্রত্যাশিতই ছিল। এমনই একটা রায় আসবে ভেবেই রেখেছিলাম। এই রায়ে দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি ধাক্কা খাবে। তিনি বলেন, বিজেপি বিরোধী দলগুলোকে বলব, ভারতের ঐক্য সংহতি বিসর্জন দিয়ে যাঁরা ভারতে একটি বিশেষ ধর্মের দেশ বলে চিহ্নিত করতে চান, তাঁদের বিরুদ্ধে সমস্ত দল এক হন।

     

    *সুজন চক্রবর্তী, সিপিএম নেতার বক্তব্য* সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, মোদী-শাহের রাজত্বে যা হওয়ার তাই হচ্ছে। মোদী-শাহ নিজেরাই ছাড়া পেয়ে যাচ্ছেন। ফলে বাকিরা তো ছাড়া পাবেনই। স্পষ্ট হয়ে যাচ্ছে, সরকার যা চাইছে সেই পথেই রায় বেরোচ্ছে। এতে দেশের মাথা লজ্জায় হেঁট হয়ে যাচ্ছে। জ্যোতি বসু এই ঘটনার পর বর্বরের দল বলে মন্তব্য করেছিলেন।

     

    *সৌগত রায়, তৃণমূল নেতার বক্তব্য* তৃণমূল নেতা সৌগত রায়ও বলেন, এই রায় হবে এমনই ভেবেছিলেন তিনি। ২৮ বছর পর রায়দানে অভিযুক্তদের বেকসুর খালাস করে ভারতের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিকে ভুলুণ্ঠিত করা হল। ভারতের মৌলিক ঐক্য ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল এই রায়ে। ন্যায় মিলল না। মুসলিম ল-বোর্ড নিশ্চয়ই উচ্চতর আদালতে যাবে এই রায়ের বিরুদ্ধে। ভুলের জন্য হয়েছে বিশ্বাস করতে কষ্ট হয়। যা হচ্চে কেন্দ্রের শাসক দলের পক্ষ হচ্ছে।

     

    *শমীক ভট্টাচার্য, বিজেপি নেতার বক্তব্য*. বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, এই রায়কে স্বাগত। প্রমাণ হল লালকৃষ্ণ আদবানি, মুরলি মনোহর যোশীদের কোনও ইন্ধন ছিল না। তা থাকা সম্ভবও ছিল না। এটা আসলে জনরোষের বহিঃপ্রকাশ হয়। রাজনৈতিক নেতা বা প্রশাসনের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। সেই জনরোষ। আজকের দিনে

     

     

    *তন্ময় ভট্টাচার্য, সিপিএম নেতা বক্তব্য*  সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন, শমীক ভট্টাচার্য জানেন না জনরোষ কাকে বলে। যদি জনরোষেই বিশাল ইমারত ভেঙে পড়বে, তাহলে কেন শাবল, কোদাল, গাঁইতি নিয়ে যাওয়া হয়েছিল। এটা কি পূর্বপরিকল্পনা নয়। সে্দিনের ঘটনার ছবি, ভিডিও কেন বিচার্য বিষয হল না, তা নিয়ে প্রশ্ন তোলেন তন্ময় ভট্টাচার্য।