|
---|
নতুন গতি, ওয়েব ডেস্ক : আজকের দিনে দাঁড়িয়ে সমাজের বেশিরভাগ মানুষ যেখানে মানুষকে সাহায্য করা তো দূরে থাক,মানুষের থেকে দূরত্ব বজায় রেখে চলে, এহেন পরিস্থিতিতেও আমাদের রাজ্যের বেশ কিছু যুবক-যুবতী স্বেচ্ছাসেবি সংস্থা খুলে অনেক অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, সাধ্যমতো সাহায্য করেছে। সেরকমই একটি স্বেচ্ছাসেবি সংস্থা ‘ সমাজবন্ধু ওয়েল ফেয়ার সোসাইটি ‘ শত শত মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
এই রমজান মাসে ই পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার অসহায় মানুষদের ইফতারের ব্যবস্থা করেছে।’ সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি’ নানানভাবে নানারকম কাজে সাহায্য করেছে। ‘সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি ‘ তার কথা মতো এই রমজান মাসেও মুর্শিদাবাদের সাহপাড়া গ্রামের জন্মান্ধ সোয়েদাকে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য দিয়ে এসেছে সমাজবন্ধুর ই সদস্য আসিয়া খাতুন। সমাজবন্ধু স্বজনহারা জন্মান্ধ সোয়েদাকে বেশ কয়েক মাস থেকেই প্রতি মাসে খাবার দিয়ে আসে এবং সারা জীবন সোয়েদার পাশে থাকারও কথা দেন। এতে সমাজবন্ধুর মানবিকতার পরিচয় পাওয়া যায়, সমাজবন্ধু সোয়েদার শারীরিক অসুস্থতারও দায়িত্ব নেন, কোনো কিছু যদি সোয়েদার হয় তো সমাজবন্ধুর প্রতিষ্ঠাতা সাহিন মন্ডল ও নাফিসা নিজে চিকিৎসা করাবে কথা দেয়।
সমাজবন্ধুর প্রতিষ্ঠাতা সাহিন জানান যে, আগামীদিনে এরকম শত শত অসহায় মানুষকে ইন শা আল্লাহ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে। আর আপনারা যদি এরকম কোন অসহায় মানুষের খোঁজ পান আমাদের অবশ্যই জানাবেন আমরা সাহায্য করবো।