চাঁচল শহরে যানজট মুক্ত করতে কঠোর পদক্ষেপ পুলিশ ও প্রশাসনের

চাঁচল : avo শহরকে যানজট মুক্ত করতে এবার কড়া হাতে ট্রাফিক নিয়ন্ত্রণে নামলেন চাঁচল পুলিশ। শহরের ভিতরের প্রবেশ করা টোটো যান গুলিকে একেবারে প্রবেশ নিষিদ্ধ করা হোল আজ থেকে।

    এই দিন চাঁচলের ৮১ নম্বর জাতীয় সড়কের শহীদ মোড় থেকে সমস্ত টোটো যান গুলিকে ঢুকতে বাধা দেওয়া হয়। পাহাড়পুর, মালতী পূর ও বিরস্থোল থেকে আসা টোটো যান গুলিকে দাড় করিয়ে যাত্রী নামিয়ে তাদের ফেরত পাঠানো হয়। এই দিন চাঁচল মহকুমা ট্রাফিক ওসি চ্ন্দন দে এর নেতৃত্বে এই অভিযান চলে। বর্তমানে উত্তর মালদহের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হলো চাঁচল। সেই চাঁচল শহরে নিত্যদিনের যানজটে পড়ে জেরবার ছাত্রছাত্রীসহ সাধারণ শহরবাসী।

    সাধারণত চাঁচোল শহরের শান্তি মোড় থেকে বারোগাছিয়া মোড় এবং শহরের প্রাণকেন্দ্র নেতাজি মোড়ে তীব্র যানজটে পড়ে নাকাল হচ্ছেন সকলে।অন্যদিকে পার্কিংয়ের জায়গা না থাকায় রাস্তায় দাড়িয়ে থাকে গাড়িগুলি।সাধারণত একটি এলাকার মানুষের উন্নতির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। কিন্তু চাঁচোলের যানজট যেন সময় অপচয় ও পথখরচ বাড়িয়ে দিয়েছে নাগরিকদের।ফলে যতটা যানবাহন, পথযাত্রী বেড়েছে, সেই তুলনায় বাড়েনি রাস্তার দুইধার।ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। যার ফলে সমস্যায় পড়ছেন সাধারন মানুষ। যানজট তৈরি হওয়ার কারণ টোটো এবং অটো। পার্কিং ব্যবস্থা না থাকার কারণে শহরের রাস্তায় দাড়িয়ে যাত্রী তুলছেন তারা। আজ পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে যানজট মুক্ত করতে কড়া হাতে ট্রাফিক নিয়ন্ত্রণে নামল মালদাহয়ের চাঁচল থানার পুলিশ। শহরের ভিতরে প্রবেশ করবে না টোটো যান। এদিন শহীদ মোরে বাইরে থেকে আসা সমস্ত টোটো যান কে আটকায় পুলিশ।