গাড়ির যাত্রীদের নিরাপত্তা জোরদার করতে উদ্যোগী পদক্ষেপ দার্জিলিং জেলা পুলিশের

দার্জিলিং: গাড়ির যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সক্রিয় ভূমিকায় পুলিশ প্রশাসন। সমপ্রতি ধর্ষণের হাত থেকে বাঁচতে গাড়ি থেকে ঝাঁপ দিয়েছিলেন এক আশা কর্মী। এই ঘটনা ঘটেছিল কার্শিয়াং এর মাকাই বাড়িতে। এই ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছিল। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত গাড়িচালককে গ্রেপ্তার করে। এরপর থেকেই যাত্রীদের নিরাপত্তা পাকাপোক্ত করতে জেলা পুলিশ ময়দানে নেমে পড়েছে।

    শিলিগুড়ি গ্রামীণ এলাকায়, দার্জিলিং, মিরিক, কার্শিয়াং গাড়িগুলো তথ্য সংগ্রহ করা হবে। ইতিমধ্যে এই বিষয়ে নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশের উপর এই দায়িত্ব থাকবে। গাড়ির ড্রাইভার এর লাইসেন্স নম্বর, গাড়ির ধরন, ড্রাইভার এর মোবাইল নম্বর, ড্রাইভার এর মুখের ছবি, গাড়ির ধরন এই সব তথ্যগুলো সংগ্রহ করা হবে। সমস্ত কিছু অনলাইন প্রক্রিয়ায় চলবে। এই পদক্ষেপের ফলে যাত্রীদের নিরাপত্তা অনেকটাই সুনিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে। যে কোনো গাড়ির ড্রাইভার এর সম্পর্কে খুব দ্রুত এই প্রক্রিয়ার মাধ্যমে জানা যাবে।

    ইতিমধ্যেই দার্জিলিং পুলিশ উল্লেখিত প্রক্রিয়া শুরু করে দিয়েছে। শিলিগুরি গ্রামীণ এলাকাগুলিতেও খুব দ্রুত গাড়ির ড্রাইভার গাড়ির তথ্য নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।