|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক:
দুঃস্থ মানুষের পাশে দাঁড়ালো স্টেট ব্যাংক অফ্ ইন্ডিয়া ….’করোনা’ জনিত সংকটময় পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে মানবিক মুখ নিয়ে দুঃস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়াতে এক এগিয়ে এলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। বুধবার সকালে স্টেট ব্যাংক অফ্ ইন্ডিয়া, মেদিনীপুর রিজিয়ন -৬, এর পক্ষ থেকে মেদিনীপুর সদর ব্লকের কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতের জনজাতি অধ্যূষিত আমড়াতলা এলাকার ৬০ টি দুঃস্থ পরিবারের হাতে চাল,ডাল,আলুর প্যাকেট ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি তুলে দেওয়া হয়।স্টেট ব্যাংকের আধিকারিকদের উপস্থিতিতে স্বেচ্ছাসেবী সংগঠন মানিকলাল দাস মেমোরিয়াল ফাউন্ডেশনের ব্যবস্থাপনা ও সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্টেট ব্যাংকের আধিকারিকদের পাশাপাশি মানিকলাল ফাউন্ডেশনের তরফে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক নকুল মন্ডল,অণির্বান সাঁতরা, সঞ্জয় দত্ত, বাঁশরী মাইতি,নেবু সিং প্রমুখ।