|
---|
কলকাতা: কালবৈশাখী ঝড়ে উড়ে গেল ইডেনের গ্রাউন্ড কভার, এছাড়া ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে স্টেডিয়াম এর বেশ কিছু অংশ। আগামী মঙ্গলবার প্লে-অফের খেলা রয়েছে ইডেন গার্ডেন্সে, পরস্পর মুখোমুখি হবে রাজস্থান এবং গুজরাট লায়ন্স। শনিবার অনুশীলন পর্ব ছিল। কিন্তু আচমকা কালবৈশাখী ঝড়ের কারণে সবকিছু ওলট-পালট হয়ে গেল। ঋদ্ধিমান মোহাম্মদ সামির গুজরাট লায়ন্স এর পুরো দলের আজ বিমানে করে কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল, শুধু তাই নয় রাজস্থান রয়েলসের গোটা টিম আজ বিমানে করে কলকাতায় আসার কথা। কিন্তু কালবৈশাখী ঝড়ের কারণে দুটো টিমই আজ আসতে পারিনি শহরে।
শনিবার অনুশীলন পর্ব বাতিল করা হয়েছে, ইডেন গার্ডেন্স এর গ্রাউন্ড কভার ঝড়ের কারণে উড়ে গিয়েছে, এছাড়া আরও জানা গিয়েছে স্টেডিয়াম এর বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।