|
---|
নিজস্ব সংবাদদাতা : মাটির নিচে অদ্ভুত শব্দ, আতঙ্কে এলাকাবাসীরা। মহারাষ্ট্রের হাসোরি গ্রামে মাটির নিচে অদ্ভুত শব্দে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিষয়ে জেলা প্রশাসন ভূতত্ত্ব বিভাগের সাহায্য চেয়েছেন।মঙ্গলবার দিন ভূতত্ত্ব বিভাগের আধিকারিকরা ওই গ্রাম পরিদর্শনে যান। স্থানীয় বাসিন্দাদের তারা আশ্বস্ত করেন অযথা আতঙ্কিত না হতে। প্রসঙ্গত ওই গ্রামে এই শব্দ নিয়ে রীতিমতো ভুতুড়ে আতঙ্ক ছড়িয়েছে। ভূতত্ত্ব বিভাগের আধিকারিকরা জানান খুব দ্রুত এই বিষয়ের কারণ খুঁজে বের করা হবে।