|
---|
মালদা, ৫ জানুয়ারি: রাস্তার ধারে পড়ে থাকা সদ্যোজাত মৃত শিশুর শরীর খুবলে খেলো কুকুর। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদা মেডিকেল কলেজ সংলগ্ন পুরাতন মর্গের সামনে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, কুকুরে ওই সদ্যোজাতের নীচের অর্ধেক শরীর খুবলে খেয়ে ফেলে। ফলে ওই সদ্যোজাতটি ছেলে না মেয়ে জানা যায় নি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। খুবলে খাওয়া মৃত সদ্যোজাতের দেহটি উদ্ধার করে মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন, এদিন সকালে মেডিকেল কলেজ সংলগ্ন জাতীয় সঢড়কের ধারে ওই সদ্যোজাতের দেহটি নি টানা হিচড়া করছিল পথ কুকুরের দল। এরপরই কুকুরকে তাড়িয়ে ওই শিশুটি দেহ উদ্ধার হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আশপাশের এলাকায় বেশ কিছু নার্সিংহোম রয়েছে। কেউ বা কারা রাতের অন্ধকারে ওই সদ্যোজাতের দেহটি ফেলে পালিয়ে যায়। এই ধরনের ঘটনার প্রকৃত তদন্ত করে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।