স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে

মালদা ১৮ আগস্ট ঃ স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে । শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুকুরিয়া থানার চাঁদপাড়া এলাকায়। রাতেই স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম দুই মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি ব্যবস্থা করেন। এই হামলার ঘটনায় অভিযুক্ত জাহিরুল শেখ সহ তার দলবলের বিরুদ্ধে আক্রান্তের পরিবার সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা । পুলিশ অভিযুক্তদের খোঁজ শুরু করেছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে , আহত গৃহবধূর নাম গুলমোহর বিবি (৩৫)।  এবং তার মা রাকেদা বিবি (৬০)। দুজনের মাথাতেই ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। গত পাঁচ বছর আগে গুলমোহর বিবির সঙ্গে চাঁদপুর গ্রামের বাসিন্দা জাহিরুলের বিয়ে হয়। তাদের একটি তিন বছরের পুত্র সন্তান রয়েছে। কয়েক মাস ধরে জাহিরুল তার স্ত্রীকে তিন তালাক দেওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছিল। আর এরই প্রতিবাদে এই গোলমালের সূত্রপাত।