|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: শিক্ষা, গণতন্ত্র ও সমাজতন্ত্রেরস্লোগান দিয়ে প্রাথমিক শিক্ষকদের পদধ্বনিতে উত্তাল হলো আজ বহরমপুর শহর। শিক্ষার উপর নেমে এসেছে অন্ধকার, বিদ্যালয় গুলি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে, ভেঙে পড়েছে শিক্ষা পরিকাঠামো, রাজ্যবাসী সারা রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি লক্ষ্য করছে।
তাই করো না বিধি মেনে বিদ্যালয়ের পঠন পাঠন চালু, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও গোষ্ঠীর মেয়েদের দ্রুত টিকাকরণ, বিদ্যালয়গুলিতে নিয়মিত সেনিটাইজেশন, রোটেশনে ক্লাস চালু, সঠিক নিয়ম বিধি মেনে শিক্ষক নিয়োগ প্রভৃতি মোট কুড়ি দফা দাবিতে বিক্ষোভ অবস্থান, মিছিল ও ডেপুটেশনে শামিল হল মুর্শিদাবাদ জেলার নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা।
প্রথমে মিছিল শুরু হয় বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড় থেকে। সেখান থেকে মিছিল প্রশাসনিক ভবন, রবীন্দ্র সদন ছুঁয়ে পৌঁছায় জেলা শিক্ষা ভবনে। শিক্ষা ভবনের সামনে নিজেদের দাবি আদায়ে অবস্থান-বিক্ষোভ বসে পড়েন শিক্ষকরা। মিছিলে পথ হাঁটেন শিক্ষক নেতা এ হে সানতালি, নবেন্দু সরকার, তরুণ দাস প্রমূখ। এখান থেকে এবিবি টিয়ের এক প্রতিনিধি দল ডেপুটেশন দেন জেলা আধিকারিক এর কাছে।অবস্থান বিক্ষোভ এ বক্তব্য রাখেন শিক্ষক নেতা আহসান আলী, নবেন্দু সরকার সহ অনেকে। সভাপতিত্ব করেন জেলা সভাপতি তরুণ দাস।