|
---|
নতুন গতি নিউজ ডেস্ক:জনপ্রিয় আমতা ফেসবুক গ্রুপের পক্ষ থেকে এই বছর মাধ্যমিক পরীক্ষাতে সারা রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান অধিকারী ও হাওড়া জেলার মধ্যে প্রথম স্থান অধিকারী সৌহার্দ্য পাত্রকে বাড়ি গিয়ে সংবর্ধনা দেওয়া হলো।এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌহার্দ্য যেই স্কুল থেকে মাধ্যমিক দিয়েছে সেই খড়িয়া ময়নাপুর স্কুলের বর্ষীয়ান শিক্ষক সেখ মশিয়ার রহমান,আর এক শিক্ষক স্নেহময় পাত্র।
এছাড়াও জনপ্রিয় আমতা ফেসবুক গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আডমিন শতনু রাউত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন ওই ফেসবুক সংগঠন এর দুই সদস্য স্বরুপ মাখাল ও পাপাই কোলে,সংগঠন এর পক্ষ থেকে সৌহার্দ্যকে মানপত্র,উত্তরীয়,পুস্পস্তবক দেওয়া হয় ওই ফেসবুক গ্রুপের সদস্যরা সৌহার্দ্য এর ভবিষ্যতে আরো উন্নতি আসুক এই কামনা তারা করেন।এই সংবর্ধনা দেওয়াতে খুব খুশি হয়েছে বলে জানান সৌহার্দ্যের পুরো পরিবার