|
---|
মালদা,শেখ সাদ্দাম: দীর্ঘদিন পর রাজ্যে নানা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে খুলল রতুয়া ২নং ব্লকের পুকুরিয়া উচ্চ বিদ্যালয়,, মঙ্গলবার সরকারি নির্দেশিকা মেনে রাজ্যের অন্য জেলার পাশাপাশি মালদা জেলাতেও স্কুল-কলেজ খুলেছে। এদিন সকাল ১০টা থেকে রতুয়া ২নং ব্লকের পুকুরিয়া উচ্চ বিদ্যালয়। থার্মাল স্ক্যানিং দিয়ে শরীরের তাপমাত্রা মেপে ও স্যানিটাইজ করে পড়ুয়াদের বিদ্যালয় ঢোকানো হয়েছে।
আর এদিকে দীর্ঘদিন পর বন্ধু বান্ধব দের সঙ্গে দেখা!আনন্দের সীমা নেই পড়ুয়াদের মধ্যে।
কিন্তু এবারের ক্লাসরুমের চিত্র অন্য। প্রিয় বন্ধুদের পেয়েও গা ঘেষাঘেষি করতে পারবে না,,ব্রাঞ্চে চারজন পাঁচজন এর বদলে এবার বসছে দুজন।
এবার। টিফিনে ভাগ হবে না নিজের টিফিন নিজেই খেতে হবে। আনতে হবে নিজ নিজ জলের বোতল।
যদিও আজ প্রথম দিন বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের উপস্থিতি হার কম হলেও,আগামী দিন থেকে তা স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন পুকুরিয়া উচ্চ বিদ্যালয় শিক্ষক।