|
---|
১ লা জানুয়ারি,২০২২, শালবনীঃ পশ্চিম মেদিনীপুর জেলার সদর উত্তর চক্র তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আজ রাধামোহনপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র দিবস উদযাপিত হলো। চক্র সভাপতি তন্ময় সিংহ জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে আজ ছাত্র ছাত্রী দের মধ্যে নতুন বছরে কেক, খাতা ও কলম দেওয়া হয় ও পশ্চিমবঙ্গ সরকারের তরফে ছাত্র ছাত্রী দের কল্যানে নেওয়া প্রকল্পগুলোর আলোচনা করা হয়৷ চক্রের যুগ্ম কনভেনার অমিত মারিক মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি সন্দীপ সিংহের শুভেচ্ছাবার্তা ও মুখ্যমন্ত্রীর স্টুডেন্ট ক্রেডিট কার্ডের উপযোগিতা তুলে ধরেন। কোভিড প্রোটোকল মেনে প্রতীকী ভাবে ছাত্র ছাত্রী দের হাতে খাতা ও কলম তুলে দেন শুভম চাউলিয়া, নির্মল মান্ডি, লক্ষীনারায়ন হেমব্রম ও অসীম কুমার দোলই।
উপস্থিত সকলকে কেক খাইয়ে নতুন বছরের শুভেচ্ছা জানান নম্রতা খাঁ ও রূপশ্রী হেমব্রম। উল্লেখ্য এবারই প্রথম পশ্চিমবঙ্গে পয়লা থেকে সাতই জানুয়ারি পর্যন্ত স্টুডেন্ট উইক পালিত হচ্ছে।