প্রেমের সম্পর্কে ভাঙনে আত্মঘাতী ছাত্রী।

নিজস্ব প্রতিনিধি; পূর্ব মেদিনীপুরঃ প্রেমের সম্পর্ক ভাঙন পড়তেই কীটনাশক খেয়ে গত রাতে হাসপাতালে ভর্তি পূর্ব মেদিনীপুর জেলার এগরার অনিমা প্রধান(১৭)।আশঙ্কাজনক অবস্থায় অনিমাকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষমেশ তাকে বাঁচানো যায়নি। অনিমা একাদশ শ্রেনীতে পড়াশোনা করত বলে জানা গিয়েছে।

    এগরা থানার তরফে মৃতদেহের ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনায় মৃতা অনিমার পরিবার তরফে কোনো মন্তব্য মেলেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশীর কথায়, কয়েকমাস আগে থেকেই স্থানীয় এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল অনিমার। আর সেই প্রেমের ভাঙন ধরায় মেয়েটি মানসিক অবসাদে ভুগছিল। আর ভাঙন ধরা প্রেমের পরিণতিতেই এই দুর্ঘটনার কারণ।

    মৃত ছাত্রীর পরিবার তরফে পুলিশে অভিযোগ না করা হলেও, এই ঘটনার ফলে এগরা থানার তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ছাত্রীর এই অকাল মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।