|
---|
নিজস্ব সংবাদদাতা:টিনের চাল বেয়ে চুইয়ে পড়ছে জল। ছাত্র-ছাত্রীদের সেই অবস্থাতেও ক্লাস করতে হচ্ছে।
শিলিগুড়ির 28 নম্বর ওয়ার্ডে অবস্থিত অরবিন্দ বিদ্যামন্দির, স্কুলের টিনের চাল চুইয়ে জল পড়ে ক্লাসরুম জলমগ্ন হয়ে পড়ছে, এরই মধ্যে ছাত্র-ছাত্রীদের ক্লাস করতে হচ্ছে।
প্রসঙ্গত স্কুলের টিনের চাল বহু পুরনো হয়ে গিয়েছে। সেই কারণে বৃষ্টি হলেই চাল থেকে জল চুইয়ে ক্লাস রুমের ভিতরে পড়ে। এমনকি যে ঘরে মিড-ডে-মিল রান্না করা হয় সেখানেও জলমগ্ন হয়ে পড়ে। শুধু তাই নয় শিক্ষক-শিক্ষিকাদের বসবার ঘরের অবস্থাও বেহাল। জল পড়ার কারণে আলমারির ভিতরের নথিপত্র ভিজে যায়।
এই প্রসঙ্গে ওই স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, স্কুলের টিনের চাল বহু পুরনো হয়ে গিয়েছে। মেরামতি করা প্রয়োজন, তিনি অভিযোগ করেন, টাকা বরাদ্দ হলেও কাজ শুরু হয়নি ।