হিঙ্গলগঞ্জ কলেজে শিক্ষার্থী সহায়তা কেন্দ্রের উদ্বোধন

মহ: মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : দেশ ও রাজ‍্যের অনেক নামী শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক ক‍্যাম্পাসের কথা আমরা জানি। কিন্তু নদ-নদী পেরিয়ে, দৈনিক অনেকটা টাকা খরচ করে অনেক সময় কলেজে পৌঁছেও যাতে ছাত্রছাত্রীদের বিলম্বের শিকার হতে না হয় সেইজন্য অনেকটা ব‍্যাঙ্কের ধরণে শিক্ষার্থী সহায়তা কেন্দ্র খুললো সুন্দরবন লাগোয়া প্রত‍্যন্ত হিঙ্গলগঞ্জ কলেজ। হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্ৰাম পঞ্চায়েতের সহযোগিতায় এই কেন্দ্রের উদ্বোধন করেন সাহেবখালী গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সুচিত্রা মণ্ডল। তিনি কলেজের এই উদ‍্যোগের প্রশংসা করে সবরকম সহায়তা করার প্রতিশ্রুতি দেন। কলেজের অধ‍্যক্ষ শেখ কামাল উদ্দীন জানান, ‛গতবছর অধ‍্যক্ষের দায়িত্ব নেওয়ার পর দেখি দূর দূরান্ত থেকে অনেক টাকা খরচ করে শুধু একটা সইয়ের জন্য ছাত্রছাত্রীরা আসছে।’ তিনি আরও জানান, এখন থেকে প্রতি সপ্তাহে  তিনি একদিন করে এই পঞ্চায়েতে বসবেন, যাতে তাঁর একটি সইয়ের জন্য ছেলেমেয়েদের এতটা পথ কষ্ট স্বীকার করে যেতে না হয়। সাহেবখালী গ্ৰাম পঞ্চায়েতের প্রধানসহ অন‍্য সদস‍্যদের তিনি ধন্যবাদ জানান, তাঁদের একটি ঘর ব‍্যবহার করতে দেওয়ার জন্য। পঞ্চপল্লী দিগম্বর সিনহা বিদ‍্যায়তনের প্রধান শিক্ষক ভোলানাথ মণ্ডল বলেন, ‛আজ মাদার টেরিজার জন্মদিন। এই পুণ‍্যদিনে কলেজের এই উদ‍্যোগ পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের কাজে আসবে।’ তিনিও সবরকম সাহায‍্যের প্রতিশ্রুতি দেন। প্রসঙ্গত অনুষ্ঠানের শুরুতে নোবেলজয়ী সমাজসেবীর প্রতিকৃতিতে মাল‍্যদান করা হয়। এদিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের আধিকারিক অরুণ কুমার দাস, পঞ্চায়েতের উপপ্রধান অমিয়রঞ্জন মণ্ডল, বিদ‍্যায়তনের পরিচালন সমিতির সভাপতি জ‍্যোতিপ্রকাশ চক্রবর্তী, হিমাংশু শেখর মণ্ডল। এদিনের অনুষ্ঠানে পরীক্ষার মাধ‍্যমে বাছাই করা পঞ্চম শ্রেণীর কুড়িজন ছাত্রছাত্রীকে স্কুল ব‍্যাগ, গল্পের বই, খাতা, পেন, পেন্সিল উপহার হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও সারা বছর ধরে এই ছাত্রছাত্রীদের নতুন পোষাক ও শিক্ষাসামগ্ৰী দেওয়া হবে বলে কলেজের অধ‍্যক্ষ জানান। প্রসঙ্গত কয়েকমাস আগে এই পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা পরিচালনা করেন দেবব্রত ঘোষ, সমরেশ সরদার, সঞ্জয় পাল প্রমুখ। অন‍্যান‍্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামীম ভড়, তন্ময় প্রামানিক, তপন বৈদ‍্য, বিকাশ দাস প্রমুখ।