|
---|
নিজস্ব সংবাদদাতা :শিক্ষার পরিকাঠামোগত সহ বিভিন্ন দাবি না মিটলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিল কেশপুর government আই টি আই কলেজের ছাত্ররা। জানা গেছে, কেশপুরের অবস্থিত গভর্মেন্ট আইটিআই কলেজে বিগত কয়েক মাস ধরে ছাত্র-ছাত্রীদের মধ্যে অসন্তোষের দানা বাঁধ ছিলো। কলেজে শিক্ষকের অভাব ,প্রাকটিক্যালের প্রয়োজনীয় সরঞ্জামের অভাব , ,নিয়মিত ক্লাস করানো, পানীয় জলের সু বন্দোবস্ত সহ বিভিন্ন পরিকাঠামোগত দাবী নিয়ে ছাত্ররা ডেপুটেশন কলেজের প্রিন্সিপালের কাছে জমা করলেও কলেজ কর্তৃপক্ষ থেকে আশা ভরসা ছাড়া কিছু পাওয়া যায় না। এজন্য এবার ছাত্র- কলেজ গেটের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বসে বিক্ষোভ দেখালো। তাদের দাবি না মেটা পর্যন্ত তারা এ আন্দোলন থেকে সরে আসবে না বলে জানালো ছাত্ররা। কলেজের এক ছাত্র বলে কোর্স ফি বাবদ এত টাকা নেয়া হলেও কলেজ কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের শিক্ষার পরিকাঠামো উন্নতি নিয়ে কিছুই মনোযোগ দেয়নি।