কলেজে প্রথম বর্ষে ভর্তির দাবীতে সকাল থেকে রাত পর্যন্ত বিক্ষোভ ছাত্রছাত্রীদের

ধুপগুড়ি: কলেজে প্রথম বর্ষে ভর্তির দাবীতে বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত  ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখালেন ভর্তি না হতে পারা ছাত্রছাত্রীরা। সকাল থেকেই কলেজগেটে ভর্তির দাবীতে স্লোগান দিতে শুরু করে ছাত্র-ছাত্রীরা। দিন গড়িয়ে সন্ধ্যা হলেও চলে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ধূপগুড়ি থানার আই সি সুজয় তুঙ্গা সহ পুলিশ বাহিনী। পুলিশের তরফে ছাত্র-ছাত্রীদের আশ্বস্ত করার চেষ্টা করা হলেও, তাদের দাবীতে অনড় থাকে বিক্ষোভরত ছাত্রছাত্রীরা।

    পরিস্থিতি জটিল হলে, পরবর্তীতে কলেজে উপস্থিত হন ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, পরিচালন সমিতির সভাপতি ড: নির্মল রায়, টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইভান দাস। পরিচালন সমিতির সভাপতি, অধ্যক্ষ সহ সকলেই ছাত্র-ছাত্রীদের ভর্তির ব্যাপারে আশ্বস্ত করলে বিক্ষোভ তুলে নেন আন্দোলনকারীরা।

    ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড: নীলাংশু শেখর দাস বলেন, কলেজে আসন সংখ্যা আড়াই হাজার। এর মধ্যে ২০০ জন ছাত্র-ছাত্রী মেধাভিত্তিক তালিকায় স্থান না পাওয়ায়, তাদের ভর্তি নেওয়া সম্ভব হয়নি।

    যাতে সমস্ত ছাত্র-ছাত্রীদের ভর্তি করা যায়, সেবিষয়ে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানান কলেজ অধ্যক্ষ ড: নীলাংশু শেখর দাস।