জন্মদিনের খুশিতে প্রয়োজনীয়দের হাতে বই-খাতা তুলে দিলো সাবনাম

জন্মদিনের খুশিতে প্রয়োজনীয়দের হাতে বই-খাতা তুলে দিলো সাবনাম

     

    নতুন গতি প্রতিবেদক : আমাদের সকলের জীবনে বিশেষ বিশেষ কিছু দিন থাকে তারই মধ্যে উল্লেখ্য জন্মদিন। জীবনের এই বিশেষ দিনটি যদি একটু অন্যরকম করে আরোও বিশেষ ভাবে উদযাপন করা যায় তবে কেমন হয়?

    ঠিক তেমন ভাবেই সাবনাম সেখ এর জন্মবাসরের সাক্ষী রইলো “কামালগাজী লাইফ” সেবামূলক প্রতিষ্ঠান। আদতে সাবনাম সেখানকার একজন একনিষ্ঠ কর্মী।

    সংস্থার কাছে আগেই বই-খাতার জন্য আবেদন এসেছে প্রয়োজনীয়দের তরফ থেকে। সেই কথা মাথায় রেখে সাবনাম সিদ্ধান্ত নেয় প্রয়োজনীয় ছাত্রদের পাশে থাকার। তদ্রুপ সে তাঁর জন্মদিনের খুশি ভাগ করে নিলো এক অভিনব উদ্যোগের মাধ্যমে কেক কেটে। আজ সেই রকম ৩ জন শিশুর হাতে বই-খাতা তুলে দেয় সাবনাম নিজে এবং আগামীতে সাধ্য মত তাঁদের পাশে থাকার অঙ্গীকারও করেন।

    সাবনাম আরও জানায়, সে নিজে অনেক কষ্টের মধ্য দিয়ে নিজের পড়াশোনা নিজেই চালিয়েছে কিছুটা। একই সঙ্গে পড়াশোনার গুরুত্ব কতটা সেটা আলাদা করে বলার দরকার পড়ে না। তাই তাঁর শিক্ষার প্রতি একটা আলাদা টান আছে।

    এছাড়াও সে সংস্থার হাতে কিছু সংখ্যক খাতা তুলে দেয় যারা আসতে পারেনি তাদের জন্য।

    তাঁর মতে, জন্মবাসর জীবন পরিবর্তনের সুযোগ হিসাবে ব্যবহার করা উচিত এবং এটি আপনাকে আরও বিশেষ বোধ করাবে নিশ্চিত।