পুলিশ রাষ্ট্রবিরোধী কাজ করেছে অভিযোগ শুভেন্দু অধিকারীর সেই মর্মে তিনি কলকাতা হাইকোর্টে মামলা করতে চলেছেন

নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আগেই নালিশ করেছিলেন। তিন আইপিএস-র বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন। অবশেষে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য মালব্য, পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অমরনাথ কে এবং পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হলদিয়া) শ্রদ্ধা পান্ডের বিরুদ্ধে আজ, বুধবার কলকাতা হাইকোর্টে মামলা করতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে জাতীয় পতাকা নিয়ে তিরঙ্গা মিছিলে নন্দীগ্রামে পুলিশের বাধা দেয়। আমি মনে করি পুলিশ রাষ্ট্রবিরোধী কাজ করেছে। মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তার নির্দেশেই আমায় নিজের বিধানসভা কেন্দ্রে তিরঙ্গা যাত্রায় জেলা পুলিশ বাধা দিয়েছে।” পাশাপাশি শুভেন্দু অধিকারী একাধিক প্রশ্ন তোলেন। তাঁর কথায় ভারতবর্ষ কি পাকিস্তান হয়ে গিয়েছে? কোনও দলীয় ঝান্ডা নয়, নিজের দেশে নিজের দেশের পতাকা নিয়ে তিরঙ্গা যাত্রা করতে পারব না? তার জন্য অনুমতি নিতে হবে?শুভেন্দু অধিকারী রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে বলেন, “স্বাধীনতার ৭৬ তম বর্ষে গোটা পৃথিবী যেখানে তেরঙা হয়েছে সেখানে নবান্নে নীল আলো জ্বলছে।” প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তি। দেশজুড়ে ‘আজাদি কি অমৃত মহোৎসব’ পালন হয়েছে ঘটা করে। তিরঙ্গা যাত্রা, জাতীয় পতাকা বিতরণ-সহ নানা কর্মসূচি চলছে। ১৩-১৫ অগাস্ট দেশজুড়ে বাড়ি বাড়ি জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এ রাজ্যেও একাধিক কর্মসূচি নেয় বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকারের আবেদনে সাড়া দিয়ে এক প্রকার অরাজনৈতিকভাবেই নানান কর্মসূচিতে অংশ নিয়ে একেবারে শেষ লগ্নে নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে তিরঙ্গা যাত্রা কর্মসূচিতে অংশ নেন। ১২ অগাস্ট নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের তেখালি থেকে রেয়াপাড়া পর্যন্ত সেই তিরঙ্গা যাত্রায় বাধা দেওয়ার অভিযোগ ওঠে জেলা পুলিশের কর্তাদের বিরুদ্ধে। এই মর্মেই রাজ্য পুলিশের তিন IPS-এর বিরুদ্ধে আজ বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।