সাবওয়ের দাবিতে বিক্ষোভ কর্মসূচি হয় সিঙ্গুরে

সেখ আব্দুল আজিম : বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন রেলমন্ত্রী মমতা ব্যানার্জী সাবওয়ে সংক্রান্ত যে অর্থ বরাদ্দ করেছিলেন, কিন্তু সাবওয়ে আজও নির্মিত হয়নি।
কেন্দ্রীয় রেলমন্ত্রকের কাছে মন্ত্রী বেচারাম মান্না (সিঙ্গুরের বিধায়ক) বারংবার রেল দপ্তরের কাছে আবেদন করলেও কোনে কর্ণপাত করেনি। অনেক স্কুল ছাত্রছাত্রীদের যাতায়াত করেন। সিঙ্গুর গোলাপ মোহিনী মল্লিক উচ্চ বালিকা বিদ্যালয় ও সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রেললাইন পারাপারে যাতে কোনোরকম সমস্যা না হয়, তারজন্যে এদিন সাবওয়ের দাবিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরাট বিক্ষোভ কর্মসূচি হয় সিঙ্গুর ১নং রেলওয়ে প্লার্টফর্মে। নেতৃত্ব দেন মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক ডাঃ করবী মান্না ও সিঙ্গুরের একাধিক নেতৃত্ববৃন্দ ও স্থানীয় গ্রামবাসীরা।