বন‍্যপ্রানীর দেহাংশ পাচারের বিরুদ্ধে অভিযানে নেমে সাফল্য বনদপ্তরের কর্মীদের

শিলিগুড়ি: বন‍্যপ্রানীর দেহাংশ পাচারের বিরুদ্ধে অভিযানে নেমে ফের বড় রকমের সাফল্য পেল বনদপ্তরের কর্মীরা। চিতাবাঘের চামড়া সহ গ্রেপ্তার করা হল দুই জনকে। পাচারের আগেই চিতাবাঘের চামড়া সহ দুজনকে গ্রেপ্তার করা হয় আজ। শনিবার সকালে শিলিগুড়ি সংলগ্ন জলপাই মোড় এলাকা থেকে ধরা হয় তাদের।

    জানা গেছে, ধৃতদের বাড়ি দার্জিলিংয়ে। বনদপ্তরের বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতেই এই অভিযান চালিয়ে‌ছিলেন তারা। চিতাবাঘের চামড়াটি নেপালে পাচারের উদ্দেশ্যে একটি চার চাকার একটি ছোট গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের সঙ্গে থাকা একটি স্কুল ব‍্যাগের ভেতর থেকে উদ্ধার করা হয় চিতাবাঘের চামড়াটি। ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়।