|
---|
মইদুল ইসলাম, মুরারইঃকরোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলায় সপ্তাহে দুদিন কড়াকড়ি লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। সেই মতো বৃহস্পতিবার এবং শনিবার বীরভূম জেলার মুরারই শহর পুরোপুরি ভাবে স্তব্ধ। এদিন সরকারি নির্দেশিকা মেনে অত্যাবশ্যকীয় দোকান ছাড়া, বন্ধ শহরের বেশিরভাগ দোকানপাট।
রাস্তাঘাটে যান চলাচলও সেরকম নাই। মানুষজন খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেড়োচ্ছেনা। প্রশসনের তরফ থেকে লকডাউন কার্যকর করতে মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে পুলিশ আধিকারিকরা নিয়মিত টহল দিচ্ছে। বাইরে বেড়োলে কারণ যানতে চাওয়া হচ্ছে। সেই সঙ্গে মাস্ক না পড়লেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।