|
---|
আয়ুব আলি : উওর ২৪পরগনা নৈহাটি পৌরসভা র ঐকতান প্রেক্ষাগৃহে সমরেশ বসু গৃহে ‘চেতনা’র নিবেদন করেন সুচিত্রা মিত্রের ৯৭ তম জন্মদিন উপলক্ষে রবীন্দ্র সন্ধ্যা এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি ছিলেন আব্দুল কাইয়ুম(সাংবাদিক ও শব্দ শ্রমিক), সঙ্গীত পরিবেশন করেন শিশু শিল্পী মহর্ষি চৌধুরী, প্রিয়াশু অধিকারী, এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন অনুরাধা চৌধুরী, গার্গী ভাদুড়ী, ললিতা সিনহা, সুপ্রিয়া কুন্ডু, প্রেমাশীষ অধিকারী, বর্ণালী চট্টোপাধ্যায়, মধুলিকা দে, সুলেখা দাস, শ্রাবনী চক্রবর্তী, চম্পা চক্রবর্তী, আবৃত্তি তে রূপা মুখার্জি, নন্দিনী রায় মল্লিক, পুস্পিতা চট্টোপাধ্যায়, মোনালিসা হালদার এছাড়াও গীতি আলেখ্য-ওপেন উইন্ডো, শ্রুতি নাটক-‘রাজা”।