‘ সূচনা ’ আয়োজন করলো কলকাতার বুকে বিরাট কবি সম্মেল

পারিজাত মোল্লা :সম্প্রতি শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ অডিটোরিয়াম হলে নীপা চক্রবর্তী প্রতিষ্ঠিত ‘ সূচনা ’ সাহিত্য ও সংস্কৃতিক প্রতিষ্ঠান আয়োজন করলো কবি সম্মেলন।পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ৮০ জনের বেশি কবি উপস্থিত ছিলেন কবিতা পাঠে। নীপা চক্রবর্তী একজন কবি ,বাচিক ও অঙ্কন শিল্পীও বটে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি মাননীয় কমল দে সিকদার, সংগঠক সাকিল আহমেদ , কবি ও বাচিকশিল্পী নীলাচল চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরী বিশিষ্ট কবি মাননীয় জয়দীপ চট্টোপাধ্যায় , সূচনার সভাপতি মহাশ্বেতা বন্দোপাধ্যায় যিনি কুমুদ রঞ্জন মল্লিকের নাতনি ,ডঃ রজত মোহন রায় রাজা রামমোহন রায়ের উত্তরসূরী, কবি সুব্রত ভট্টাচার্য, তাপস সাহা, বায়ু সৈনিক আগত পুনে থেকে ধ্রবব্রত দত্ত, পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের কর্ণধার ও সংগঠক চন্দ্রনাথ বসু। উদ্বোধনী সংঙ্গীত পরিবেশন করেন দুর্গাপুর থেকে আগত কবি , সংগীত শিল্পী ও সম্পাদক অন্তরা সিংহরায় এবং মুকুল চক্রবর্তী। সমাপ্তি সঙ্গীত পরিবেশন করে চেতনার সদস্য বৃন্দ।

    কবিতা পাঠের আসরে ‘ সূচনা ’র সদস্যবৃন্দ দ্বারা অতিথিদের বরণ করা হয়, স্মারক, মানপত্র উওরীয় , ফুল,ব্যাচ,চন্দনের ফোঁটা দিয়ে। সূচনার সূচনা হয় ২০১২ সাল থেকে একটি সামাজিক ও সাংস্কৃতিক সংস্হারূপে। সূচনার কর্ণধার শ্রীমতি নীপা চক্রবর্তী স্বপ্ন , এই গ্রুপটি সকলের প্রেরণার কারণ হয়ে সমাজের মঙ্গলময় ধ্বনি তুলে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে দেশ বিদেশের উল্লেখযোগ্য স্হান গ্রহণ করুক। বাংলা নববর্ষের শুরুতে সাহিত্যের জগতে সূচনা সুস্থ সাহিত্যে সাংস্কৃতিক বার্তা দিলো কবি সাহিত্যিকদের ।