|
---|
নিজস্ব সংবাদদাতা, রায়দিঘী: উচ্চমাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় রায়দিঘীতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল এক স্কুলছাত্রী। প্রিয়াঙ্কা হালদার(১৯) নামে ওই স্কুলছাত্রী রায়দিঘী শ্রীপলতলা চন্দ্রকান্ত উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল বলে খবর। উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর থেকে মনমরা অবস্থায় ছিল প্রিয়ঙ্কা। একথা জানিয়েছেন প্রিয়াঙ্কার বাবা ভোলানাথ হালদার। শনিবার রাত্রে গলায় দড়ি দেয় সে। পরিবারের লোকজন এই ঘটনার কথা জানতে পেরে তৎক্ষণাৎ তাকে রায়দিঘী হসপিটালে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটিকে রায়দিঘী থানায় নিয়ে আসে রায়দিঘী থানার পুলিশ। মৃতদেহটিকে বর্তমানে ময়নাতদন্তের জন্য ডায়মন্ডহারবার মহাকুমা হসপিটালের পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে খবর।