|
---|
শিলিগুড়ি: একাধিক দাবি নিয়ে আগামী ২২মার্চ শিলিগুড়ি উত্তর কন্যা এবং কলকাতা নবান্ন অভিযানের ডাক দিয়েছে এস ইউ সি আই(সি)। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান এস ইউ সি আই(সি) রাজ্য কমিটির সদস্যরা।
সংগঠনের মূল দাবী রয়েছে, কেন্দ্রের জনবিরোধী কৃষিনীতি, শিল্প শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ নীতি, সাম্প্রদায়িকতা, বেসরকারিকরণ, রাজ্যে কর্মী নিয়োগে স্বজনপোষন, বাসভাড়া বৃদ্ধি। এছারাও রয়েছে বন্ধ চা বাগান ও চটকল খোলা, চা শ্রমিক স্কিম ওয়ার্কার অসংগঠিত শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবী। এদিন এসইউসিআই কমিউনিস্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক চন্ডীদাস ভট্টাচার্য বলেন, কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এই অভিযান। শিলিগুড়ি বাঘাযতীন পার্ক এবং কলকাতা হেদুয়া পার্ক থেকে উত্তর কন্যা এবং নবান্ন অভিযানের যাত্রা শুরু হবে। পাশাপাশি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে আগামী ২৮ এবং ২৯ মার্চ সাধারণ ধর্মঘট পালিত হবে। সেই ধর্মঘটকে সফল করার জন্য মানুষের কাছে আবেদন জানান এস ইউ সি আই(সি) নেতৃত্ব।