|
---|
নিজস্ব সংবাদদাতা: বিমানের কেবিনে আচমকা ধোঁয়া, দ্রুত বেজে ওঠে এলার্ম। অবশেষে জরুরি অবতরণ করে স্পাইস জেট এর বিমানটি। বিমানের মধ্যে ছিলেন মোট ৮৬ জন যাত্রী, সকলে সুরক্ষিত রয়েছেন বলে জানা গেছে।
বিমান নিয়ামক সংস্থা সূত্রের খবর বুধবার রাত এগারোটার সময় গোয়া থেকে হায়দ্রাবাদগামী বিমানটিতে আচমকা ধোঁয়া দেখতে পাওয়া যায়, এরপর দ্রুত অবতরণ করানো হয় বিমানটিকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।