ঐন্দ্রিলার উদ্দেশ্যে চিঠি লিখলেন সুদীপা

নিজস্ব সংবাদদাতা:  হাসপাতালে বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ঐশীলা শর্মার উদ্দেশ্যে চিঠি লিখলেন সুদীপা, মন উজাড় করে লিখলেন চিঠি। চিঠিতে লেখা তোমাকে আবার ফিরতে হবে ঐন্দ্রিলা, ভাবতেও পারিনি কোনদিন তোমার উদ্দেশ্যে চিঠি লিখতে হবে।

     

     

    মাকে নিয়ে সুদিপার রান্নাঘরে গিয়েছিলেন ঐন্দ্রিলা, সেই ছবি শেয়ার করেছেন সুদীপা। চিঠিতে আরো লেখা রয়েছে তুমি কবে অজান্তে মনের মধ্যে এতটা জায়গা করে নিয়েছো আমি নিজেও ভাবতে পারিনি। তোমাকে বড্ড ভালোবাসি ইন্দ্রিলা। ঈশ্বর তোমাকে বারবার কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেয় কারণ তোমার লড়াই করার ক্ষমতা রয়েছে। তুমি দৃষ্টান্ত স্থাপন করতে পারো, তোমাকে ফিরতেই হবে ঐন্দ্রিলা।