সুদীর্ঘ লক্-ডাউনে মানুষের সেবায় ফ্রি চিকিৎসায়

আসাদ আলি : দেশ ও মানুষের এই দুর্দিনে সুদীর্ঘ এই লক্-ডাউনের সময় দেশ ও মানুষের সেবায় যে সমস্ত সংস্থা নিঃস্বার্থ ভাবে ও নীরবে কাজ করে চলেছেন তার সামনের সারিতে যে নামগুলি উঠে আসে তার মধ্যে উক্ত দুটি নাম “কোলকাতা ন্যাশনাল ইলেক্ট্রোহোমিওপ্যথিক মেডিক্যাল ইনস্টিটিউট ” ও “ন্যাশনাল হেল্থ এন্ড এডুকেশনাল ওয়েলফেয়ার ট্রাস্ট” একেবারে সূর্যের মতো জ্বল জ্বল করছে। উক্ত দুই সংস্থা সুদীর্ঘ লক্-ডাউনের সময় বিভিন্ন সেবা মুলক কাজে নিয়োজিত আছে। প্রশাসনিক অনুমতি নিয়ে জীবন জীবিকার প্রয়োজনীয় জিনিসপত্র যেমন চাল, ডাল, আলু, চিনি, চিঁড়ে, তেল প্রভৃতি জিনিসপত্র বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছেন। ফ্রিতে স্যানিটাইজার প্রদান ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ আলাপ আলোচনা সিম্পোজিয়াম প্রভৃতি। গত তিন মাস যাবৎ নিয়মিত ভাবে ফ্রি ট্রিটমেন্ট চেকআপ ও প্রয়োজনীয় ঔষধ পত্রাদি প্রদান ইত্যাদি চলছে। সাধারণ মানুষ ভীষনই উপকৃত ও খুশি এই দুই সংস্থার জনহিতকর এমন কাজের জন্য।