সৈয়দ মনিরুল হুদা সোসাইটি উদোগে বিনামূল্যে এম্বুলেন্স পরিষেবা চালু

আজাহারউদ্দিন : করোনা আবহ দ্বিতীয় ঢেউ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, প্রতিদিন সংবাদপত্রের পাতায় বা মোবাইলে মৃত্যুর খবর দেখতে হচ্ছে। এর শেষ কোথায় কেউ জানে না। সৈয়দ মনিরুল হুদা সোসাইটি র উদ্যোগে গরীব দুঃস্থ অসহায় মানুষের জন্য দুটি এম্বুলেন্স পরিষেবা চালু করল এবং সঙ্গে মোবাইল নং দেওয়া হয়েছে বলে জানান আরামবাগ হোটেল এন্ড রিসর্ট এর কর্ণধার তথা সৈয়দ মনিরুল হুদা সোসাইটির সভাপতি সৈয়দ জিয়াজুর রহমান। তিনি বলেন করোনা রোগীর জন্য বা সাধারণ মানুষের জন্য অনেক পয়সার দাবী করে সেইজন্য এই দুটি এম্বুলেন্স পরিষেবা পাবে হাসপাতাল থেকে বাড়ি পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়া ও করোনা আবহের জন্য মানুষ এখন গৃহবন্দি অবস্থায় জীবনযাপন করছেন তাদের মুখে হাসি ফোটাতে বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও বিভিন্ন রকমের সব্জি তুলে দিলেন আরামবাগ হোটেল এন্ড রিসর্ট এর কর্ণধার তথা সৈয়দ মনিরুল হুদা সোসাইটি র সভাপতি বিশিষ্ট শিল্পপতি সৈয়দ জিয়াজুর রহমান। এদিন আরামবাগ শহরের লাইট হাউসের সামনে থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে সকলকেই সব্জি তুলে দেওয়া হয়। আরামবাগ হোটেল এন্ড রিসর্ট এর কর্ণধার সৈয়দ জিয়াজুর রহমান বলেন প্রথম লকডাউন হওয়ার পর থেকে আমি আমার সাধ্যমত মানুষের পাশে থাকার চেষ্টা করছি এবারও মানুষের মধ্যে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করছি,উল্লেখ কিছুদিন আগে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে ট্রলি ও ইঞ্জিন ভ্যান, টোটো তুলে দেন সমাজসেবী সৈয়দ জিয়াজুর রহমান।এছাড়া ও সারা বছর ধরে সামাজিক কাজে যুক্ত থেকে নীরবে কাজ করে চলেছেন। এই সমস্ত কাজের জন্য কোভিড যোদ্ধা সম্মানিত হন আরামবাগ হোটেল এন্ড রিসর্ট এর কর্ণধার সৈয়দ জিয়াজুর রহমান।সম্মাননা প্রদান করেন জি ঘন্টা র তরফে মৌফিয়া নন্দী। সকলকেই রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ও সামাজিক দুরত্ব বজায় রেখে মাস্ক সানিটাইজারী ব্যবহার করার আহ্বান জানান আরামবাগ হোটেল এন্ড রিসর্ট এর কর্ণধার সৈয়দ জিয়াজুর রহমান।