|
---|
বাবলু হাসান লস্কর, নুতন গতি, দক্ষিণ চব্বিশ পরগনা : ১লা বৈশাখ নতুন বছর কে নতুন ভাবে বরণ করে নিতে জয়নগর থানার আইসি অতনু সাঁতরার উদ্যোগে মূলত এই বৈশাখী আড্ডা। সামাজিক দূরত্ব কে মান্যতা দিয়ে মাক্স ও স্যানিটাইজার ব্যবহার করে জয়নগর টাউন হলে এই অনুষ্ঠান কিছু কথা, কিছু গান, মিলে মিশে আড্ডা । কিছু গুণী জন ও সঙ্গীত শিল্পীদের মিলিত প্রচেষ্টায় আজ এই নববর্ষের আড্ডায় অংশগ্রহণ করেছিলেন জয়নগর থানার আইসি অতনু সাঁতরা,নিমপিঠ রামকৃষ্ণ মিশনের স্বামী সদানন্দ মহারাজ ,অধ্যাপক তরুণ নস্কর, জয়নগর পৌর প্রশাসক সুজিত সরখেল, প্রাক্তন পৌর প্রশাসক প্রশান্ত সরখেল,একাধিক সাংবাদিক ও সংগীত শিল্পী। সুরভি মুখার্জি, সঞ্চিতা চ্যাটার্জি, উত্তীয় বৈদ্য, সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনা করেন দীপঙ্কর ভট্টাচার্য। জয়নগরের বিশিষ্ট ব্যাক্তিবর্গ এই বৈশাখী আড্ডায় অংশগ্রহণ করেছিলেন কিছু গান,গল্প, ছড়া,আবৃত্তি,সহ আলোচনার মাধ্যমে উঠে এলো আমাদের মন থেকে বাংলাকে আমরা ভুলতে বসেছি। বাঙালি হয়েও বাংলার কদর আমরা করতে পারছিনা । এই মুহূর্তে আমাদের কাছে ইংরেজী প্রাধান্য । সেক্ষেত্রে আমাদের কাছে দৈনন্দিন জীবনে উঠে আসছে ইংরেজি।বাংলা তারিখ বলতে না পেরে ইংরেজি তারিখ তা শোনাতে পারি । আজ বাঙালির মনে বাংলার টানে- মনে পড়ে । তাই বাংলাকে স্মরণ করতে বঙ্গাব্দ কে জানতে আজ কথা গানে গল্পে বৈশাখী আড্ডা । নতুন বছরকে বরণ করতে আজ এই বৈশালী আড্ডায় যেখানে অগণিত মানুষ অংশগ্রহণ করেছিলেন। বর্ষবরণ করতে ছোট ছোট শিল্পীদের আবৃতি গান মনমুগ্ধকর পরিবেশনায় সাংস্কৃতিক ভাবাপন্ন মানুষদের উপস্থিতি অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি ঘটায়,১৪২৭কে বিদায় জানিয়ে ১৪২৮ কে আমরা বরণ করলাম।