|
---|
রামিজ আলি আহমেদ : ১৩অক্টবোর, শনিবার সন্ধ্যায় জাঁকজমক ভাবে উদ্বোধন হয়ে গেল রাসবিহারী সুহৃদ সংঘের ৬৯ তম দুর্গোৎসব।উদ্বোধন করেন মাননীয় রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠী।উপস্তিত ছিলেন টলি কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত।
সুহৃদ সংঘের এবারের থিম রুদ্র রূপে রুদ্রাণী। ভাবনা সৃজন ও রূপায়ণে সুজয় ও বিপাশা।এদিনে সন্ধ্যায় উপস্থিত দর্শক দের গানে মুগ্ধ করেন চন্দ্রাবলী রুদ্র দত্ত, রুদ্র রূপে রুদ্রাণী এই বিষয়ের উপর নৃত্য আলেখ্য পরিবেশন ছিল দেখার মতো।
ক্লাবের প্রেসিডেন্ট হেমন্ত বসু জানালেন, “আমাদের পুজোটা খুব বেশি বড় নয়,অনেক প্রাইজ পাইনা হয়তো কিন্তু আমরা একসঙ্গে কাজ করি, একসঙ্গে থাকি এটাই আমাদের বড় পুরষ্কার।” এদিন ক্লাবের পক্ষ থেকে রাজ্যপাল রিলিফ ফান্ডে চেক তুলে দেওয়া হয়।