| |
|---|

খান আরশাদ, বীরভূম:
SIR আতঙ্কে বীরভূমের ইলামবাজারে এক ব্যক্তি আত্মহত্যা করেন বলে জানিয়েছেন মৃতের পরিবারের লোক। উত্তর ২৪ পরগনার পানিহাটির পর এবার বীরভূমের ইলামবাজারে SIR আতঙ্কে মৃত্যু।
পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার অন্তর্গত কোড়াপাড়া গ্রামের ৮৫ বছর বয়সী ক্ষিতীশ মজুমদার নামে এক ব্যক্তি কয়েক মাস আগে তাঁর মেয়ের বাড়ি বীরভূমের ইলামবাজারে বেড়াতে আসেন। বৃহস্পতিবার ইলামবাজারের স্কুল বাগানের সুভাষপল্লীর একটি বাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় ওই বৃদ্ধের দেহ।
পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে SIR নিয়ে চরম আতঙ্কের মধ্যে ছিলেন ক্ষিতীশ বাবু। ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না ক্ষিতিশ বাবুর। ২০০২ এর ভোটার তালিকায় নাম না থাকলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এই আতঙ্কের মধ্যেই ছিলেন তিনি। বারবার এস আই আর নিয়ে তিনি কথা বলতেন। SIR ঘোষণা হওয়ার পর বৃহস্পতিবার তিনি বাড়ির মধ্যে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে জেলা তথা রাজ্য জুড়ে।
জানা গেছে প্রায় ৪ দশক আগে বাংলাদেশ থেকে পশ্চিমবাংলায় এসেছিলেন। এখানে তাঁর ভোটার লিস্টে নামও ছিল, ভোটও দিয়েছেন। কিন্তু সম্প্রতি এসআইআর আতঙ্ক তাঁকে ঘিরে ধরে। SIR তালিকা ভুক্ত না হলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এই আতঙ্ক থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি।


