|
---|
হামিম হোসেন মণ্ডল : তীব্র তাপপ্রবাহের জেরে ঈদের ছুটি সহ এক সপ্তাহ ছুটি কাটিয়ে ছয় দিন স্কুল চলল ২৯ এপ্রিল পর্যন্ত। ঈদের পর আবহাওয়া বেশ কিছু শীতল হয়েছে, বৃষ্টির দেখা মিলেছে। সুতরাং, সেই তাপপ্রবাহ এখন না থাকলেও তাপপ্রবাহকে খুঁটি করেই দিন এগিয়ে এনে দার্জিলিং ও কালিম্পং জেলা বাদে ২ মে থেকে পরবর্তী আদেশ না আসা পর্যন্ত গ্রীষ্মের ছুটি পড়ে গেল রাজ্যের স্কুলগুলিতে। ২৮ এপ্রিল বিকাশ ভবন থেকে এই অর্ডারটি দেওয়া হয়েছে। তবে মিড-ডে মিল ডেইলি কভারেজ এন্ট্রিতে নট রিপোর্টিং দেখাচ্ছে, ওখানে গ্রীষ্মের ছুটির উল্লেখ নেই। অনেক স্কুলে (যেমন- শিশু শিক্ষা কেন্দ্র) অর্ডারের কপিও পৌঁছয়নি বলে জানা যাচ্ছে।