সোনামুখীতে মুনাযযম মক্তবের শুভারম্ভ।

আর.এ. মন্ডল-(সোনামুখী)-বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের পিয়ার বেড়া মণ্ডল পাড়া মসজিদে ৩০ শে ডিসেম্বর ২০২৪ সোমবার বাঁকুড়া জেলা দ্বীনিয়াত সেন্টারের উদ্যোগে মুনাযযম মক্তব উদ্বোধন হলো।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা দ্বীনিয়াত সেন্টারের জিম্মাদার ও দুবরাজপুর মাদরাসার প্রধান শিক্ষক মুফতি আহসানুল্লাহ কাসেমী।
বিশিষ্টজন ছিলেন জেলা দ্বীনিয়াতের অন্যতম সক্রিয় তত্ত্বাবধায়ক হাফিজ আশরাফ আলী,কাঁটাদিঘী বালিকা মাদ্রাসার শিক্ষক মাওলানা শফিক সাহেব, পিয়ারবেড়া-সামন্তবেড়া মসজিদের ইমাম হাফিজ জালাল, মাওলানা মাখন, মাওলানা মনির।
এছাড়াও মক্তব কমিটির পক্ষে মণ্ডল পাড়া মসজিদের ইমাম ও মুনাযযম মক্তবের মুআল্লীম মাওলানা আব্দুল আহাদ, ইয়াসিন মন্ডল, রিয়াজউদ্দিন সেখ, আবুবক্কর হাজারী,আজল সেখ, সিরাজুল সেখ প্রমুখ।
পঁয়ষট্টি জন ছাত্র ছাত্রী নিয়ে মক্তব আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। অনুষ্ঠানটির আয়োজন ও পরিচালনা করেন মাওলানা আব্দুল আহাদ।
প্রায় দুই শত দ্বীনি চেতনা সম্পন্ন ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,দ্বীনি শিক্ষার জন্য বাঁকুড়া জেলায় মসজিদ ভিত্তিক মক্তব প্রতিষ্ঠার ক্ষেত্রে দ্বীনিয়াত মুনাযযমের ভূমিকা প্রশংসনীয়। ২৫ টি মক্তবে প্রারা ২ হাজার পড়ুয়া সাধারণ শিক্ষার সাথে দৈনিক এক ঘণ্টা সময় ব্যয় করে দ্বীনের প্রাথমিক শিক্ষাও অর্জন করে চলেছে।
ছবি:-