|
---|
বাবলু হাসান লস্কর কুলতলী দক্ষিণ ২৪ পরগনা :সুন্দরবন দিবস উপলক্ষে কুলতলি ব্লকের দেউলবাড়ি দেবীপুর গ্রাম পঞ্চায়েতের দেউলবাড়ি ৩ নং নাইয়া পাড়ায় স্থানীয় বাসিন্দাদের নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন হয়েছিল। উক্ত অনুষ্ঠানটি ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া (WTI), লোকমাতা রানী রাশমণি মিশন এবং বন দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয়েছিল।
উক্ত অনুষ্ঠানে বসে আঁকো প্রতিযোগিতা, সংরক্ষণমূলক নানা খেলাধুলো, সাপ নিয়ে সচেতনতা ইত্যাদি কার্যক্রম হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলতলি বিট অফিসার সামিম প্রধান সহ অন্যান্য বনাধিকারিক। এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল গ্রামের সাধারণ মানুষের মধ্যে সুন্দরবন ও তার বন্যপ্রাণ নিয়ে সচেতনতা তৈরি করা।