সুন্দরবনের উন্নয়নের দাবি নিয়ে পালিত হল হৃদয়ে সুন্দরবন

নিজস্ব সংবাদদাতা, ডায়মন্ডহারবার: সুন্দরবনের উন্নয়নের দাবীতে পদব্রজে দিল্লী অভিযানের সুবর্ণ জয়ন্তী বর্ষে আবারও উঠল সুন্দরবনের উন্নয়নের জোরালো দাবী। আজ থেকে ঠিক ৫০ বছর আগে সুন্দরবনের উন্নয়নের দাবিতে রায়দিঘীর কাশীনগর থেকে পদব্রজে দিল্লি অভিযান করা হয়েছিল। তার ৫০ বছর পর পিছিয়ে পড়া সুন্দরবনের জনজাতির উন্নয়নের দাবি নিয়ে আজ আবারও ডায়মন্ডহারবারের রবীন্দ্রভবনে আজ এক সভা করা হয়েছিল। এই সভায় উপস্থিত ছিলেন সুন্দরবনের উন্নতিকল্পে বিভিন্ন বিষয়ে কর্মী এবং গবেষকরা উপস্থিত ছিলেন। বিশিষ্ট অতিথিদের মধ‍্যে উপস্থিত ছিলেন সঞ্জয় ঘোষ গবেষক, ইন্দ্রনীল বৈদ‍্য প্রিন্সিপাল ওফ সুন্দরবনোলজি ডিপার্টমেন্ট, বিশিষ্ট পদ্মশ্রী পুরষ্কার প্রাপ্ত চিকিৎসক ড: অরুনোদয় মন্ডল। অনুষ্ঠানে উপস্থিত সকলেই সুন্দরবনকে রক্ষা করার জন‍্য দৃড় সংকল্প হন। এছাড়াও এই অনুষ্ঠানের মঞ্চ থেকে ভবিষ্যতে সুন্দরবনকে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করার সংকল্প নেন সকলে। এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই সুন্দরবনে পর্যটন শিল্পের প্রসার ঘটানোর জন‍্য জোরালো দাবি করেন বিশিষ্ট ন‍্যাশানাল পাবলিক প্রডাকশন কমিশনের চ‍্যেয়ারম‍্যান প্রিন্স মেহেবুব রহমানি।