|
---|
নুরউদ্দিন : দক্ষিণ ২৪ পরগনা : সুন্দরবনকে বাঁচাতে পুজোর থিম সুন্দরবন,এমনি ভাবনা দূর্গা পূজা কমিটি বৃন্দদের, সুন্দরবনের প্রত্যন্ত একটি গ্রাম মথরাপুর ২ নম্বর ব্লকের গঙ্গার মোড়,সেই মোড়ে ১৪তম বর্ষের দূর্গা পূজার শুভ সূচনা করলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, জানাযায় যুবকবৃন্দের পরিচালনায় প্রতিবছর ধুমধাম করে পালিত হয় এই পুজো, এবছর এই পুজোর থিম সুন্দরবন, আসলে জল জঙ্গল ঘেরায় এই এলাকার বাসিন্দারা সুন্দরবনকে ভালোবাসে খুব, আর সেই সুন্দরবনের থিম উঠে এসেছে গঙ্গার মোড়ের পুজো মন্ডপ থেকে, এদিন দুর্গাপূজার মন্ডপের ফিতে কেটে শুভ সূচনা করলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, উপস্থিত ছিলেন সুন্দর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৌস্তুভ তীর্থ আচার্য, রায়দিঘি থানার আইসি দেবর্ষি সিনহা,জেলা পরিষদের সদস্য উদয় হালদার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।