গঙ্গাসাগরে জলস্বপ্ন প্রকল্পের উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা

    বাইজিদ মন্ডল, ডায়মন্ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের জনসাস্থ্য কারিগরি দপ্তর এর ব্যবস্থাপনায় গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নারায়ণী আবাদ , বিষ্ণুপুর ,চন্ডিপুর মৌজা বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ জলস্বপ্ন প্রকল্পের শুভ উদ্বোধন করলেন মাননীয় শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র হাজরা ভারপ্রাপ্ত মন্ত্রী, সুন্দরবন বিষয়ক দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার, উপস্থিত প্রধান,উপপ্রধান, প্রশানিক আধিকারীক অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গা সাগরে জল স্বপ্ন প্রকল্পের শুভ উদ্বোধন হলো আজ। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা বলেন গঙ্গা সাগরে একাধিক অঞ্চলে গরমের সময় জলের স্তর নিচে নেমে যায়। সেই জন্য স্থানীয় বাসিন্দাদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। এই জলের সমস্যা সমাধান করতে একাধিক পরিকল্পনা করা হয়। এই জল এর প্রত্যেকটি বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে, এবং আরও অন্যান্য অঞ্চলে পৌঁছে দেওয়া হবে।এই কাজ হওয়ার ফলে জলের সমস্যা অনেকটাই সমাধান হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। বহু টিউবওয়েল অকেজো হয়ে পড়ায় এবং জলের স্তর নিচে নেমে যাওয়ায় মানুষের অসুবিধা মধ্যে পড়তে হয়। তাহার এই কাজের জন্য এলাকার মানুষজন অনেকটা খুশি ও উৎসাহ দেখা যায় চোখে পড়ার মতো ।