নিম্নচাপের শক্তি বাড়ায় ভারী বৃষ্টিতে ভাসলো সুন্দরবন

বাবলু হাসান লস্কর, কুলতলি, দক্ষিণ চব্বিশ পরগনা : পূর্ণিমার ভরা কটালে কোথাওবা নদী বাঁধ ভেঙে আবার কোথাও ফাটল দিয়ে জল ঢুকছে লোকালয়ে-আতঙ্কিত এলাকাবাসী, দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর দু’নম্বর ব্লকের নলগোঁড়া অঞ্চলের ১২ নম্বর সোনাটিকারি গ্রামে ও কুলতলির শ্যামনগর আদিবাসী পাড়ায় সহ একাধিক এলাকায়।আজ ১৪ই আগস্ট রবিবার এমনি ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। আমফান, বুলবুল, ইয়াস নামক প্রাকৃতিক বিপর্যয় কেটে গেলে ও এই মুহূর্তে পূর্ণিমার ভরা কটালে ঘুম কেড়েছে গাঙ্গেও সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায়। কুলতলী জয়নগর পাথরপ্রতিমা মথুরাপুর সহ একাধিক ব্লকে, ৮ ই আগস্ট থেকে ১১ই আগস্ট পর্যন্ত গাঙ্গেও সুন্দরবন এলাকায় রেড অ্যালার্ট জারি থাকার পরেও ঘটেনি তেমন কোন বিপদ। এই মুহূর্তে নিম্নচাপ সৃষ্টি হওয়ার পর আকাশের ঘনঘটা প্রবল ঝড়োবৃষ্টিতে নদীর জলস্ফীতি ঘটায় আর তাতে বাঁধভেঙে লোকালয়ে জল। বিশেষ করে দেউলবাড়ীর শ্যামনগর শানকিজাহান নলগড়া শহ একাধিক জায়গায় প্লাবিত।