উইপ্রো ও সবুজ সংঘের ব্যবস্থাপনায় সুন্দরবন ম্যানগ্রোভ পুনরুদ্ধারের কর্মসূচি

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : অধিক মুনাফা অর্জন করতে গিয়ে এক শ্রেণীর মানুষের অতি লোভের জন্য সুন্দরবনের ম্যানগ্রোভ ধ্বংস হচ্ছে। ম্যানগ্রোভ ধ্বংস হওয়ার ফলে আস্তে আস্তে পৃথিবী তার ভারসাম্য হারিয়ে ফেলছে। প্রতিবছরে আম্ফান ইয়াস বুলবুলের মত প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছে । প্রতিনিয়ত সুন্দরবন ধ্বংস হচ্ছে। তাই সুন্দরবনের ধ্বংস হয়ে যাওয়া ম্যানগ্রোভ পুনরুদ্ধার অর্থাৎ নতুনভাবে ম্যানগ্রোভ এবং বিভিন্ন মৌসুমী ফল ও ফুলের চারা গাছ লাগানোর বিশেষ উদ্যোগ গ্রহণ করলো উইপ্রোর সাথে নন্দকুমার পুর সবুজ সংঘ। নন্দকুমার পুর দু’নম্বর ব্লকের সবুজ সংঘ বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় এক হাজার পরিবারকে আম ,জাম, জামরুল ,কাঁঠাল সহ বিভিন্ন ফলের গাছ এবং নদীর চড়ে লাগাবার জন্য ম্যানগ্রোভ বিতরণ করল। বিশেষ করে এই সমস্ত চারা গাছ কিভাবে লাগাতে হবে এবং তার কেমন পরিচর্চা করতে হবে তা হাতে-কলমে শেখাবার জন্য উইপ্রোর সাথে সবুজ সংঘের কৃষি বিশেষজ্ঞ কর্মীরা এলাকায় একাধিক বাড়িতে বাড়িতে যান এবং হাতে-কলমে গাছের চারা লাগানোয় সাহায্য করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইপ্রো প্রতিনিধি বিনয় আগরওয়াল, সবুজ সংঘের বিশিষ্ট সমাজসেবী ও সদস্য অরুনাভ দাস এবং বহু বিশিষ্ট মানুষজন।