সুন্দরবন প্রেস ক্লাব বৃত্তান্ত নিয়ে সাংবাদিকদের বৈঠক!

নুরউদ্দিন : দক্ষিণ ২৪ পরগনা,সুন্দরবন প্রেস ক্লাব রায়দিঘী থানার কোম্পানির ঠেকে স্থাপিত হয় ৭ই ডিসেম্বর ২০২২ সালে, তারপর থেকে সরকারি অনুমোদন পায় সুন্দরবন প্রেস ক্লাবটি,শুরু হয় সুন্দরবনের সাংবাদিকদের পথ চলা, কি ভাবে চলবে সাংবাদিক দের প্রেস ক্লাব।সেই সকল বিষয় নিয়ে শুক্রবার জয়নগরে বন্ধন কমপ্লেক্সে একটি বৈঠক করা হয়। উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের কর্মকর্তা কৌশিক চক্রবর্তী, অপূর্ব চক্রবর্তী, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,শংকর হালদার,সানোয়ার হোসেন, নুরউদ্দিন,আসিফ ইকবাল,বসুদেব অধিকারী, প্রদীপ হালদার, সুমিদ চক্রবতী,মঙ্গল দাস সহ অন্যান্য সাংবাদিকবৃন্দরা। আলোচনার মধ্যে উঠে আসে, আগামী দিনে সাংবাদিকদের সংগঠন কিভাবে এগিয়ে চলবে। খবর করতে গিয়ে নানান হেনস্তার শিকার হতে হচ্ছে সাংবাদিকদের। এদিন উপস্থিত হয়ে নতুন গতি ডিজিটাল এবং পত্রিকার সাংবাদিক নুরউদ্দিন বলেন, সুন্দরবন প্রেস ক্লাব অনুমোদন হওয়ার পরে সদস্যদের মনমিলন ঠিকঠাক নেই, তার ফলে একত্রিত হতে পারছেন না সাংবাদিকরা। তাই আগামী দিনে কিভাবে সুন্দরবন প্রেসক্লাবটি চলে সেই পরিকল্পনা করা হোক। এদিন সুন্দরবন প্রেসক্লাবের কর্মকর্তা কৌশিক চক্রবর্তী বলেন,শুধু আমরা সংবাদ কর্মী আছি,সেই সাথে সাথে আমাদের সমাজকর্মী হয়ে উঠতে হবে, সকলে একত্রিত্ব হয়ে সমাজের কিছু কাজ করতে হবে,সেই কথা তিনি জানান। পাশাপাশি সকল সাংবাদিকদের সহযোগিতায় সুন্দরবন প্রেসক্লাবটি আবার সঠিক পদ্ধতিতে এবং সকল সাংবাদিকরা একত্রিত্ব হয়ে পথ চলার অঙ্গীকার বদ্ধ হয় এদিন।