রবিবারের বাজার ফাকা শিলিগুড়িতে

শিলিগুড়ি: রবিবারের বাজার ফাকা শিলিগুড়িতে।প্রায় আকাশছোয়া দাম জিনিসের হতাশ এবং আতঙ্কিত ক্রেতারা।ধরা যাচ্ছে না আলু এবং মাছ,মুরগি সর্বোচ্চ দাম এবং সবজীর দাম বেড়েছে কেজী প্রতি প্রায় তিরিশ টাকার মতন।শিলিগুড়ির সব বাজারেই প্রায় আকাশছোয়া দাম প্রত্যেকটি জিনিসপত্রেরই।শিলিগুড়িতে বর্তমানে সরষের তেলের দাম বিকোচ্ছে 196টাকা এবং সাদা তেল 170টাকা।বাজার করতে গিয়ে নাবিসাস উঠেছে ক্রেতাদের।

    500টাকা নিয়ে আসলে কিছুই হয় না।টমেটো পৌছে গেছেএকশো টাকা করে।মাছের দামও কেজী প্রতি প্রায় পঞ্চাশ টাকার মতন বেড়েছে।কি কিনবো বুঝেই উঠতে পারছি না,জানালেন এক ক্রেতা।শিলিগুড়ির সব বাজারে জিনিসপত্রের দাম আকাশ ছুয়ে ফেলেছে।এমনকি লেবু এবং লঙ্কা কিনতে গিয়ে নাজেহাল হচ্ছেন মানুষ।কি পাইকারি কি খুচরো সব জিনিস এখন আকাশছোয়া দামে বিকোচ্ছে।গত একমাসে জিনিসপত্রের দাম বেড়েছে প্রায় তিনগুনের কাছাকাছি।জিনিসপত্রের এই মুল্যবৃদ্বিতে যখন নাজেহাল সাধারন মানুষ তখন সব রাজনৈতিক দলের নেতাদের মুখে কেন কুলুপ আটা এ নিয়েও সরব সাধারন মানুষ।মাঝে দুয়েক দিন বাজারে পর্যবেক্ষক আসলেও কোন হেরফের দেখা যায় নি জিনিসপত্রের দামের।তাই নেতাদের সমালোচনায় সাধারন মানুষ।জিনিসপত্রের দাম নিয়ে শাসক এবং বিরোধী কেউই কথা না বলায় প্রচণ্ড ক্ষুদ্ব স্থানীয় মানুষ।