দীর্ঘ দিন কেটে গেলে ও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি সূনদরবন বাসী

বাবলু হাসান লস্কর: যশ নামক প্রাকৃতিক বিপর্যয় সুন্দরবন লাগোয়া প্রত্যন্ত অঞ্চলে আঁচড়ে পড়ার পর , সাধারন মানুষের করুণ চিত্র গাঙ্গেয় সুন্দরবন এলাকায়। বাঁধ ভেঙ্গে জলমগ্ন হেক্টরের পর হেক্টর চাষের জমি,ভেড়ি সহ পুকুর,খাল,বিল নালা নোনা জলে পরিপূর্ণ । দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন লাগোয়া কুলতলীর দেউলবাড়ী অঞ্চল, যেখানে একদিকে নদী ভাঙ্গন,অপর দিকে বাঁধ ভেঙে এলাকা প্লাবিত, কিছু কিছু এলাকা মাটির বাড়ি অনেকটা ক্ষতিগ্রস্ত । যশ কিম্বা করোনা সংক্রামন ঠেকাতে লগডাউনে এই মুহূর্তে সংকটে মরার উপর খাঁড়ার ঘা সুন্দরবন বাসীর। তার মধ্যে সাধারণ মানুষের নাভিশ্বাস একদিকে করোনা মহামারী তার উপরে চলা লকডাউন, আর এই লকডাউনের মধ্যে নুন আনতে পান্তা ফুরানো পরিবারদের রুজি রোজগারের হিসাবে চাষের উপরে নির্ভরশীল পশুপালন আমন কিম্বা বোরো ধানের চাষ। আর এই মুহূর্তে তাদের অবস্থা করুন যেখানে নদী ভাঙনে এলাকা প্লাবিত অপরদিকে চাষের একটুকু যেখানে মাছ চাষের মধ্যে তারা জীবিকা নির্বাহের মাধ্যম। যেখানে বার্তা এবং প্রতিরোধের পুকুরে বিষ দেয়া হয়েছে এবং অসংখ্য মাছ ভাসছে যা দেখে মনে হবে মানুষের বাঁচার অধিকার টুকু কেড়ে নিচ্ছে একদিকে সুন্দরবনের প্রাকৃতিক বিপর্যয় নেমে আসছে দিনের পর দিন। অপরদিকে সাধারণ মানুষের বাঁচার অধিকার টুকু কেড়ে নিচ্ছে। যেখানে জীবন জীবিকার স্বার্থে চাষবাস পশুপালন একেবারেই জলাঞ্জলি দিতে হচ্ছে । আর তার উপরে বাঁচার জন্য চাষ বাস মৎস্যচাষ এই মুহূর্তে দেখুন অসংখ্য মাছের প্রাণহানি কেমনে বাচবে এই সমস্ত পরিবার।