|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক:
অধিক মাত্রায় ভূগর্ভস্থ্ জল তোলায় বিপদের আশঙ্কায় সুন্দরবন লাগোয়া গ্রামের মানুষজন ।
বিস্তীর্ণ এলাকাজুড়ে আমন ধানের ক্ষেত,আর এই আমন ধানের ক্ষেতে জল দেওয়ার জন্য সর্বত্র বসানো সাবমার্সিবল পাম্প । ইলেকট্রিকের সাহায্যে মটরের মাধ্যমে ভূগর্ভস্থ জল তোলায়, এলাকার অধিকাংশ টিউবওয়েল গুলোতে মিলছে না ঠিকমত জল।
জলের স্তর নিচে নামায় একে বারে জল উঠছে না । দীর্ঘ সময় ধরে পাম্প করলে তবে ভরে বালতি কিংবা কলশি । আর এই করুণ দুর্দশার কথা বিভিন্ন ভাবে পরিবেশিত হয়ায়। কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থা মেঘদুত ফাউন্ডেশন কুলতলির বিভিন্ন এলাকায় পরিদর্শনের পর বেশ কয়েকটি সাবমারসিবল পাম্প এর ব্যবস্থা করেন । তাতেই মিলবে পরিস্রুত পানীয় জল এতেই এলাকার মানুষ বেজায় খুশি।।
,কুলতলি থেকে বাবলু হাসান লস্করের রিপোর্ট “