আহলে সুন্নাতুল জামাতের তরফে রমজানের তোহফা ও কর্মী সম্মেলন ফুরফুরা দরবার শরীফে

 

    আবু সালেহ মুসা, ফুরফুরা শরীফ: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্নধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নির্দেশে প্রতিবছরের ন্যায় এ বছরেও সংগঠনের কেন্দ্রীয় অফিস থেকে বাংলার প্রতিটা থানা কমিটির হাতে গরীব, অসহায় মানুষদের জন্য ইফতার সামগ্রী তুলে দেওয়া হয় এবং আজ ফুরফুরা দরবার শরীফে সংগঠনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
    সংগঠনের কর্মীদের উদ্দেশ্যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বলেন যে, বর্তমানে বাংলা সহ সমগ্র ভারতে যে ভাবে মেরুকরন ও সামাজিক বিভাজন চলছে তা থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। শুধু তাই নয় তিনি বলেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত সংগঠন মূলত ধর্মপ্রেম, মানবপ্রেম ও দেশপ্রেম এই তিনটি মৌলিক আদর্শের উপর ভিত্তি করে দেশ ও সমাজের স্বার্থে বিগত তিন বছর ধরে নিরলস পরিশ্রমের দ্বারা মানবসেবায় নিয়োজিত।আজ যেভাবে দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে সেই বিষয়ে সকলকে সতর্ক করেন এবং বলেন যে বাংলা সমগ্র ভারতকে শান্তি ও সম্প্রীতির শিক্ষা দিয়েছে এবং সারা বিশ্বে বাংলা বিগত দিনে অনন্য নজির সৃষ্টি করেছেন।তাই আমাদের সকলকে মেরুকরন ও বিভাজনের শিকলকে ছিন্ন করে ঐক্যবদ্ধভাবে দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতাকে বজায় রাখতে হবে। সকল রাজনৈতিক দলের নিকট আবেদন করেন যে নির্বাচনী ফলাফল যাই হোক না কেন দেশ ও সমাজের স্বার্থে সকলে ঐক্যবদ্ধ হয়ে বিশ্বমাঝে ভারতবর্ষের ঐতিহ্যকে বজায় রাখুন।