অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর মধ‍্য দিয়ে পুনরায় শুরু হলো সূর্যাস্তের হাট

 

    নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.: করোনা আবহে লকডাউন চলাকালীন সময়ে, জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও মেদিনীপুর পৌরসভার উদ্যোগে গৃহবন্দী ছাত্র-ছাত্রীদের সৃজনশীল চর্চায় উৎসাহ দিতে অনলাইনে বিভিন্ন বিষয়ে যে সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছিল তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সূর্যাস্তের হাটে। মেদিনীপুরের রাঙামাটির রেলব্রীজের কাছে শান্তিনিকেতনের সোনাঝুরির আদলে গড়া ওঠা সূর্যাস্তের হাটে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর সদরের বিদায়ী মহকুমা শাসক তথা পৌর প্রশাসক দীননারায়ণ ঘোষ, এডিশনাল এসপি অম্লানকুসুম ঘোষ,
    ডিএসপি সব‍্যসাচী সেনগুপ্ত, পৌর আধিকারিক মদনমোহন দে ও কৌশিক রানা, গড়বেতা ৩ নং ব্লকের বিদায়ী বিডিও অভিজিৎ চৌধুরী,কবি নির্মাল্য মুখোপাধ্যায়, এ আই সৌমেন ঘোষ, সাহিত‍্যিক বিদ‍্যুৎ পাল, শিল্পী অচিন্ত্য মারিক, প্রাক্তন অধ‍্যাপক অজিত বেরা,গায়ক শ্রেয়ান ভট্টাচার্য্যসহ অন্যান্য বিশিষ্ট জনেরা।কুইজ,অংকন,কবিতা ও গল্প রচনা ইত‍্যাদি বিষয়ে প্রতিযোগিতা হয়েছিল।

     

    এদিনে করোনা আবহে লকডাউনের সময় যে সব স্বেচ্ছাসেবক পৌরসভার তত্বাবধানে মানুষকে সাহায্যে এগিয়ে এসেছিলেন তাঁদের সম্মানিত করা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী ঝুমঝুমি চক্রবর্তী। সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী বৃষ্টি মুখার্জি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়েই লকডাউনের পর পুনরায় শুরু হলো সূর্যাস্তের হাট।মহকুমা শাসক ঘোষনা করেন,এবার থেকে শনিবার ও রবিবার এই দু-দিন স্বাস্থ্য বিধি ও দূরত্ব বিধি মেনে হাট বসবে। হাট পুনরায় শুরু হওয়ার খুশি সূর্যাস্তের হাটের সাথে যুক্ত সবাই। পাশাপাশি এদিন পুরসভার উদ‍্যোগে সাহিত‍্য সংকলন প্রকাশিত হয়। অন‍্যদিকে এদিনই মণিকাঞ্চন রায়ের ভাবনায়, নিশীথ দাসের নির্দেশনায়, সৌরভ কোনারের এডিটিং এবং অনির্বাণ মিশ্রের সিনেমাটোগ্রাফীতে মুক্তি পায় শর্টফিল্ম “অভিমানিনী মা”। নেপথ‍্য ভাষ‍্যপাঠ করেছেন সুরজিৎ দত্ত। অভিনয় করেছেন ফাকরুদ্দিন মল্লিক, মনিকাঞ্চন রায়, অনীশা দাস,অয়ন্তিকা দাস সুশান্ত কুমার ঘোষ, সুপ্রকাশ করন ,পীযূষ রানা, রাজেশ বেরা,রাম সেনাপতি সুমিত রানা প্রমুখ। বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন গৌতম দেব, পার্থসারথি দে, দেবব্রত পাত্র, বিকাশ দোলাই, সুজিত বেরা প্রমুখ। শর্টফিল্মটি সময় বাংলা এবং ইউ টিউবে প্রকাশিত হয়েছে।