হড়পা বানে আটকে পড়া মানুষদের বাঁচিয়ে সুপার হিরো মামা ভাগ্নে

নিজস্ব সংবাদদাতা : মাল নদীতে হড়পা বনে আটকে পড়া অন্তত ১২ জন কে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে সুপার হিরো মামা ভাগ্নে। তারিফুল ও ফরিদুল সম্পর্কে মামা ভাগ্নে, দুইজনের বাড়ি মেটলি ব্লক এ।

     

     

     

    ঘটনার দিন তারা মাল নদীতে বিসর্জন দেখতে গিয়েছিলেন। সন্ধ্যে নাগাদ মাল নদীতে আচমকা হড়পা বান আসে, চোখের সামনে ভেসে যেতে দেখেন তারা অনেককে। এরপর আর নিজেদেরকে স্থির রাখতে পারেননি তারা, নদীতে ঝাঁপ দিয়ে দুজনে মিলে অন্তত ১২ জনকে উদ্ধার করেন। এখন মামা ভাগ্নে মাল বাজারে সুপার হিরো, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তাদের পুরস্কার দিয়েছে। তবে তাদের আক্ষেপ একটাই, যদি আরো কিছুক্ষণ আগে তারা বুঝতে পারতেন আরো অনেককে বাঁচাতে পারতেন তারা।